রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ছিনতাই, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:২০| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:৫২
অ- অ+
আটক চারজন

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মালামাল ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন তারা। সোমবার রাত ৮টার দিকে এমন চারজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন ওই চারজন। এ সময় একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) এপিবিএনের হাতে আটক হন তারা।

আটককৃতরা হলেন- সার্জেন্ট ইকবাল, মো মাকসুদ, পুসিদার হোসেন এবং আসাদুল হক। তাদের মধ্যে সার্জেন্ট ইকবাল ও মো. মাকসুদ সেনাবাহিনীর সদস্য। দুজনই বর্তমানে র‌্যাবে কর্মরত। পুলিশ কনস্টেবল পুসিদার হোসেন বর্তমানে ডিএমপিতে কর্মরত। অন্যদিকে আসাদুল হক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।

বিমানবন্দর থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে একই প্রক্রিয়ায় বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিমানযাত্রী এবং সহযাত্রীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিলেন।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা