বিশ্বের যেকোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব: তাইজুল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫
অ- অ+

অবশেষে হারের বৃত্ত ভাঙল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর একের পর এক টেস্ট ম্যাচে হেরে ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল টাইগাররা। অবশেষে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্বস্তি পেলো বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের সামনে ইতিহাস গড়া রেকর্ড ছুঁড়ে দিয়েও কিংস্টনের স্যাবাইনা পার্কে একটা সময় পর্যন্ত অস্বস্তিতে ভুগতে হয়েছিল বাংলাদেশ দলকে। সেখান থেকে চাপমুক্তির কাজটা করে গিয়েছেন তাইজুল ইসলাম। আরও একটা ফাইফার এই স্পিনারের নামের পাশে। সেইসঙ্গে আরও একবার বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক হলেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ১৫ বারের মতো ৫ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। হয়েছেন ম্যাচসেরা। জ্যামাইকা টেস্টের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, যেকোনো দলের বিপক্ষে লড়তে প্রস্তুত তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরা তাইজুল বললেন, 'এখানে অস্বীকার করার মতো কিছু নাই। আমাদের যে পেস বোলিং আক্রমণ আছে, স্পিন আক্রমণ আছে, আমরা বেশ কিছুদিন ধরে একসাথে খেলে আসছি। সবারই একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা ইনশাআল্লাহ বিশ্বের যেকোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।'

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতলো বাংলাদেশ। জয়টির মাহাত্ম্য বর্ণনা করে বাঁহাতি এই স্পিনার বলেন, 'এটা আমাদের কন্ডিশনের বাইরে (জয়)। নিজেদের কন্ডিশনের বাইরে এসে এমন জয় অবশ্যই অনেক বড় কিছু পাওয়ার। আমার কাছে মনে হয় আমাদের ছেলেরা অনেক এফোর্ট দিয়েছে মাঠে। আমাদের চেষ্টা ছিল কোনোভাবে ম্যাচটা জেতার জন্য এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।'

জয়ে বড় অবদান রেখেছেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে ৫০ রান খরচায় ৫টি উইকেট নেন অভিজ্ঞ এই স্পিনার। টেস্টে ১৫তম বারের মতো ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন তিনি, বিদেশের মাটিতে পঞ্চম। এই রেকর্ডে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল, সাকিবও বিদেশের মাটিতে পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

ম্যাচে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান আছে তাইজুলের। দুই ইনিংসে মিলিয়ে ১১৬ বল মোকাবিলায় রান করেন ৩০। ব্যাট হাতে চেষ্টা করলেও বোলিংয়ের সন্তুষ্টির কথা জানান তিনি। তাইজুলের ভাষায়, 'আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যখন যেটা চাওয়া ছিল, আমি পূরণ করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচে চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে আসি, আমার ওপর দলের একটা বড় চাওয়া ছিল। সেটা সফল হয়েছে এবং এটাতে আমি অনেক ভালো বোধ করছি।'

(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ মোবাইলে খরচ ও রেস্তোরাঁ ভ্যাট বাড়ছে না
আবারও ৫ গোল, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
শিশুর চোখে ভুল অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা