মেঘনায় শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

কুমিল্লার মেঘনা উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা ও কৃষি কর্মকর্তা মো. শাহে আলম এবং সকল ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় ইউএনও হ্যাপী দাস বলেন, “জাতীয় এই দুটি দিবস আমাদের আত্মত্যাগ ও গৌরবের স্মারক। সবাইকে নিয়ে আমরা যথাযথভাবে এই দিবসগুলো পালন করতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন, “দিবস উদযাপন কর্মসূচিতে প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”
সভায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তাব গৃহীত হয়। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি উপ-কমিটি গঠনেরও প্রস্তাব উত্থাপন করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত অতিথিরা জাতীয় দিবস উদযাপনের পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন এবং সবার সহযোগিতায় দিনগুলোকে স্মরণীয় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এফএ)

মন্তব্য করুন