আ.লীগ যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল: বাবুল

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১৯
অ- অ+

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘বিগত ১৫ বছরের আওয়ামী লীগ যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেন্দ্র থেকে ঘোষণা আসছে প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।’

দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে ফজলে হুদা বাবুল বলেন, ‘পতিত হাসিনা ও তার দোসর রুশ-ভারত ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই এক হয়ে থাকতে হবে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।’

শনিবার বিকালে নওগাঁর বদলগাছীর মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মথুরাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও দিনাজপুরের হিলি উপজেলা ফূটবল একাদশ অংশ নেয়। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে।

আটটি দল হচ্ছে, নওগাঁ, হিলি, জয়পুরহাট, মহাদেবপুর, বদলগাছী, বগুড়া, পাঁচবিবি ও ধামইরহাট উপজেলা ফুটবল একাদশ।

আগামী ২৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল হাদী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলে বদলগাছী উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।

(ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা