বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৩

বগুড়ার নন্দীগ্রামে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার রাতে উপজেলার বগুড়া- নাটোর মহাসড়কের রানা চত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজন উপজেলার ২নং সদর ইউনিয়নের মৃত হরেন্দ্রনাথ সাহার ছেলে সিএনজি চালক শ্রী জিতেন্দ্রনাথ সাহা (৫৫)। অপর জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে রণবাঘার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কালিকাপুর নামক স্থানে পৌঁছাঁলে রাজশাহী থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়। এ সময় সিএনজিতে থাকা মা ও শিশুসহ আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, নিহতদের মরদেহ কুন্দার হাইওয়ে ফাঁড়ি থানায় আনা হয়েছে। একজনের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এমআর)

মন্তব্য করুন