জয়পুরহাটে ৫৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদককারবারি ইব্রাহিম গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪
অ- অ+

জয়পুরহাটের সদর উপজেলা থেকে মিনি ট্রাকে করে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৫৯ কেজি গাঁজাসহ এক শীর্ষ মাদককারবারি ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রবিবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ভাদসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা বহনকারী মিনি ট্রাকটিকেও জব্দ করে র‍্যাব। গ্রেপ্তারকৃত মাদককারবারি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ বলবদী গ্রামের মো. কফিল উদ্দীনের ছেলে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদককারবারি ইব্রাহিম দীর্ঘদিন থেকে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করে আসছেন। এমন গোপন সংবাদে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা তার গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রবিবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

এসময় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা