মণিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪০
অ- অ+

যশোরের মণিরামপুরে দুই মোরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরাপুরের চালকিডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- মনিরামপুরের চালকিডাঙ্গা গ্রামের আহাদ আলীর ছেলেও দেলুয়াবাটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আসাবুল হোসেন (১৫), অন্যজন যশোর সদরের শেখহাটি এলাকার বাসিন্দা হাফিজুর রহমান (৫২)। আহতের নাম ইমন হোসেন (১৫)। সে নিহত আসাবুলের বন্ধু।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে দুই বন্ধু আসাবুল ও ইমন যশোরের দিকে যাচ্ছিল, আর হাফিজুর রহমান যশোর থেকে চুকনগরের দিকে যাচ্ছিলেন৷ পথিমধ্যে চালকিডাঙ্গা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহাদ ও আসাবুল ঘটনাস্থলেই নিহত হন৷

ডুমুরিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই শিমুল মন্ডল জানিয়েছেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েচে। আহত ইমনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।’

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা