রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাননি ইঞ্জিনিয়ার ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৬| আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৯
অ- অ+

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার বঙ্গভবনের এ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন বিএনপির এই নেতা। কিন্তু তিনি সেখানে যাননি।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি আওয়ামী লীগের অপশাসনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত বলে অভিযোগ। তাই তার আমন্ত্রণে বঙ্গভবনে যাওয়া সমীচীন মনে করেননি ইশরাক।

রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বঙ্গভবনে যায়নি বৈষম্যবিরোধী আন্দোলনও।

এদিকে বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা পোস্টেরও তীব্র নিন্দা জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে দেওয়া মোদির বক্তব্যকে বিভ্রান্তিকর বলে সমালোচনা করেন ইঞ্জিনিয়ার ইশরাক। তিনি বলেন, মোদির বক্তব্য স্পষ্টতই আমাদের মুক্তিযুদ্ধ ও দেশের সার্বভৌমত্বের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এতে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে।

ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা