জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত প্রতিবেদনের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১১
অ- অ+

বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। খোকন চন্দ্র নামের এই এসআইয়ের বিরুদ্ধে বগুড়া পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন রাকিবুল হাসান নামের এক কলেজ ছাত্র।

এসআই খোকন চন্দ্র শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।গত মঙ্গলবার সন্ধ্যায় তার বিরুদ্ধে অিভিযোগ করা হয়।

অভিযোগকারী রাকিবুল হাসান শিবগঞ্জ উপজেলার মেঘাখোর্দ্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অভিযোগ পত্রে রাকিবুল হাসান বলেন, "আমি গত ২৪ জুন আদালতে একটা মামলা দায়ের করি। মামলাটি তদন্ত করার জন্য আদালত শিবগঞ্জ থানাকে দায়িত্ব দেন। পরে থানা মামলাটি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর খোকনকে দেয়। সাব ইন্সপেক্টর খোকন আসামিপক্ষ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহন করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে।’

রাকিবুল আরও বলেন, ‘উক্ত প্রতিবেদনে তিনি (এসআই) উল্লেখ করেছেন, আসামিপক্ষের সঙ্গে আমার বাবার মারামারি হওয়ায় শেখ সাদী নামের ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। যেই তথ্যটি সত্য নয়। শেখ সাদী বর্তমানে সুস্থভাবে বেঁচে আছেন। তার মিথ্যা প্রতিবেদনের কারণে আমরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।’

ব্যাপারে এসআই খোকন চন্দ্র আসামিপক্ষের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিবেদনে শেখ সাদীর ভাই সালাউদ্দিন আহমেদ ভুতুল নিহতের জায়গায় ভুলক্রমে শেখ সাদী হয়ে গেছে।

এ ব্যাপারে বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা