উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:০১| আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:২৮
অ- অ+

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মো. ছৈয়দ উল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার হাকিমপাড়া ১৫নম্বর ক্যাম্পের ব্লক ডি ১২-এর সামনের পাহাড়ে এ ঘটনা ঘটে।

মৃত ছৈয়দ উল্লাহ ১৫ নম্বর ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে।

আহতরা হলো ১৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৩ ও ৪ এর সৈয়দ নূর (১৫) ও একই ক্যাম্পের এনায়েত রহমান (৬)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালের দিকে ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে তিন শিশু চাপা পড়ে। এ সময় দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও ছৈয়দ উল্লাহ মাটিচাপা পড়ে মারা যায়।

তিনি আরও জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/২০ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা