উপদেষ্টা মাহফুজের সেই ফেসবুক পোস্ট নিয়ে যা বলল ভারত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:২৫
অ- অ+

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টের বিষয়ে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে ভারত। এই বিষয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতীয় পরররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

‘নয়াদিল্লি সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চায়’ বলে মন্তব্য করে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জেনেছি, উল্লিখিত পোস্টটি ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে। তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, জনসমক্ষে মন্তব্য করার সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক থাকা উচিত।’

উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।

তিনি বলেন, ‘ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে। কিন্তু এই ধরনের মতপ্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বজ্ঞান থাকা দরকার।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত। এছাড়াও সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়েও বেশ তৎপরতা দেখাচ্ছে দেশটি। ভারতের সেসব বিবৃতির জবাব দিচ্ছে বাংলাদেশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা