গাজায় দুটি হাসপাতাল ও এক স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৬
অ- অ+

উত্তর গাজায় কোনোরকমে কাজ করা কামাল আদওয়ান হাসপাতালে আরও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। পরিষেবার ভেতরে এবং কাছাকাছি লোকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরে এ হামলা চালানো হয়। এছাড়া পাশের আল আওদা হাসপাতালেও হামলা করা হয়। খবর আল জাজিরার।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজা শহরের আরেকটি স্কুলে বোমা হামলা চালিয়ে অন্তত আট ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আল জাজিরা আরবির (এজেএ) সাংবাদিক রিপোর্ট করছেন যে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়ায় আল-আওদা হাসপাতালে গুলি চালিয়েছে।

নিকটবর্তী বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে ক্রমাগত হামলার মধ্যেই এই হামলা হয়।

হাসপাতালের ওয়ার্ডগুলোকে আঘাত হানা হয় বলে এজেএ রিপোর্ট করেছে।

হাসপাতালটি ইসরায়েলি সেনাবাহিনীর ‘বন্দুকযুদ্ধ ও গোলাগুলির মধ্যে’ রয়েছে।

আনাদুলোর রিপোর্ট অনুসারে মুসা বিন নুসাইর স্কুলে হামলায় অন্তত আটজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে, যেখানে ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। ওই হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সাইটটিকে মুসা বিন নুসাইর স্কুল হিসেবে চিহ্নিত করে বলেছে, তারা ধ্বংসস্তূপ থেকে আহত ও নিহত বেশ কয়েকজনকে টেনে এনেছেন।

অপরদিকে ইসরায়েলের তেল আবিব-জাফা এলাকায় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র পড়ার কয়েক ঘণ্টা পর মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে। এতে অন্তত ১৪ জন হালকা আহত হয়।

পোপ ফ্রান্সিস তার ক্রিসমাসের ভাষণে গাজায় ইসরায়েলের শিশু হত্যাকে ‘নিষ্ঠুরতা’ বলে বর্ণনা করেছেন। ‘যুদ্ধ নয়’- আহ্বান জানান তিনি।

গাজায় ইসরায়েলের হামলাকে ‘নিষ্ঠুরতা’ বলে সমালোচনা করেন পোপ আরও বলেন, “ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ককে প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেছে।”

ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য বলেছে, কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজাবাল্লার প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে এবং তিনি রবিবার গাজায় প্রবেশ করবেন।

কার্ডিনাল পিজাবাল্লা শেষবার এই বছরের মে মাসে গাজা পরিদর্শন করেছিলেন, যাকে তিনি পবিত্র পরিবারের রাজকীয় সফর হিসেবে বর্ণনা করেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ, যারা গাজায় প্রবেশের সমস্ত পয়েন্ট নিয়ন্ত্রণ করে, তারা সাংবাদিক এবং মানবাধিকার গবেষকসহ মানুষকে ভূখণ্ডটিতে প্রবেশ এবং ত্যাগ করতে দিতে অস্বীকার করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সাত হাজার ৫৭৩ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দি করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা