নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য, ৫ আগষ্টের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির বিরুদ্ধে দখলদারি এবং চাঁদাবাজির একাধিক অভিযোগ কেন্দ্রীয় দপ্তরে জমা হয়। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত করার জন্য কমিটিও গঠন করা হয়। গঠিত সেই তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/জেবি/এফএ)

মন্তব্য করুন