গোসলে নেমে কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই ছাত্র

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪
অ- অ+

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিলছড়ি সীতার ঘটস্থ কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে আছি। তলিয়ে যাওয়া দুই পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।’

তলিয়ে যাওয়া দুই ছাত্র হলো— প্রিয়ন্ত দাশ (১৭) ও শাওন দত্ত (১৬)। শাওন দত্ত চট্টগ্রাম মহানগরের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই। তার বাবার নাম ও ঠিকানা জানা যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে তাদের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। এরপর কর্ণফুলী নদীর চিৎমরম সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসল করতে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত দাশ ও শাওন দত্ত কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্য ও কাপ্তাই থানার পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। কিন্তু মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই ছাত্রের খোঁজ পাওয়া যায়নি বলে জানান সালমান আহমেদ।

(ঢাকা টাইমস/২৪ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা