সাতক্ষীরার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:২৬| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:২৭
অ- অ+

অপহরণ ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি অ্যাডভোকেট জরুহুল হায়দার বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাতে যশোর কোতোয়ালী থানার এসআই কাজী বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খুলনার পশ্চিমবানিয়া খামার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জহুরুল হায়দার বাবু শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের ছোট ভাই।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের ব্যবসায়ী হাসান মিয়াকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে যশোর আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ব্যবসায়ী হাসান মিয়াকে অপহরণ ও সাড়ে ১৩ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে শ্যামনগরের সাবেক এমপি এস.এম জগলুল হায়দার ও যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে যশোর আদালতে অপহরণ-চাঁদাবাজির মামলা চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা