মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ইউপি সদস্যসহ তিনজন নিহত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩:১১
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলেসহতিনজনকে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে। নিহত অন্যজন সিরাজ চৌকিদার আক্তার মেম্বারের অনুসারী।

শুক্রবার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

এসময় উভয়পক্ষের ২০-৩০ আহত হয়েছেন। অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত আক্তার শিকদারের ছেলে মতি শিকদারও বাশগাড়ি ইউনিয়নের ইউপি সদস্য।

স্থানীয় ও প্রশাসনের সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। তারই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ইউপি সদস্য আক্তার শিকদার ও ছেলে মারুফ শিকদার ঘটনাস্থলে মারা যান। এছাড়া উভয়পক্ষের ২০-৩০ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলছিল। তারই জেরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার ও তার ছেলেসহ তিনজন নিহত হয়।’

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা