মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ইউপি সদস্যসহ তিনজন নিহত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলেসহতিনজনকে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজনের বিরুদ্ধে। নিহত অন্যজন সিরাজ চৌকিদার আক্তার মেম্বারের অনুসারী।
শুক্রবার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
এসময় উভয়পক্ষের ২০-৩০ আহত হয়েছেন। অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যা ব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহত আক্তার শিকদারের ছেলে মতি শিকদারও বাশগাড়ি ইউনিয়নের ইউপি সদস্য।
স্থানীয় ও প্রশাসনের সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। তারই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ইউপি সদস্য আক্তার শিকদার ও ছেলে মারুফ শিকদার ঘটনাস্থলে মারা যান। এছাড়া উভয়পক্ষের ২০-৩০ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলছিল। তারই জেরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার ও তার ছেলেসহ তিনজন নিহত হয়।’
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন