নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি ও গলাকেটে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে কবির হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মীকে প্রথমে গুলি ও পরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শাসন আমলের প্রথম দিকে নিজের জীবনের নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে চলে যান কবির। দীর্ঘ সময় গত ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তিনি। এরপর থেকে পরিবারের সদস্যদের সাথে নিজ বাড়িতে থাকতেন তিনি। শুক্রবার দুপুরে গ্রামের অন্য লোকজনের সাথে সুজায়েতপুর জামে মসজিদে জুমার নামাজ পড়ে আসেন কবির। নামাজ শেষে অন্য মুসল্লিদের সাথে মজিদ থেকে বের হয়ে গেইট পর্যন্ত গেলে সামনে থেকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে প্রথমে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তার পেটে ও অপরটি পায়ে লাগে। এসময় হামলাকারীরা তার মৃত্যু নিশ্চিত করতে তাকে গলাকেটে পালিয়ে যায়।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে কে বা কারা কিজন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় লোকজন।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের ব্যবহৃত নাম্বারে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
(ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন