বগুড়ায় বালু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩১
অ- অ+

বগুড়া শহরের নিশিন্দারায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (৩৩) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে নিশিন্দারা পশ্চিমপাড়া কড়ইতলা নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি অটোভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। তবে সম্প্রতি তিনি জমি কেনাবেচা ও বালুর ব্যবসায় যুক্ত হয়েছিলেন।

নিহত আবু সাঈদের ভাই রিপন বলেন, শুক্রবার রাত ১২টার পর কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু সাঈদের চাচাতো ভাই ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা নিশাদ হোসেন বলেন, ‘সাঈদ বাড়িতেই ছিলেন। মোবাইল ফোনে কল আসার পর তিনি বাড়ি থেকে বের হন। পরে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। কারা এই ঘটনা ঘটিয়েছে এটা নির্দিষ্ট করে আমরা বলতে পারছি না। তবে সন্দেহের তালিকায় আছেন কয়েকজন। তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘আমরা জানতে পেরেছি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনো আমরা জানতে পারিনি। আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। তার লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।’

(ঢাকা টাইমস/২৮ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের মামলায় জামিন পেলেন জুবাইদা রহমান
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা