মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ

গাজীপুরের কালীগঞ্জে ইসলামী আন্দোলনের বক্তারপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আকরাম হোসেন খান ও তার পরিবারের সদস্যদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ানের মোড়ে ইসলামী আন্দোলন কালীগঞ্জ শাখা ও বেরুয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন খান উরুফে তোফায়েলের কাছে জানতে চাইলে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘মামলা দিয়েছি প্রয়োজনে আরো মামলা দিব। আমি শিক্ষানবি উকিল। আমি সবই বুঝি।’
এসময় সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন কালীগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল আউয়াল, মোজাহিদ কমিটির সভাপতি মাওঃ ইসমাইল হোসেন মির্জা, সাধারণ সম্পাদক কবির হোসেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমুদুল কবির খান নাঈম প্রমুখ।
(ঢাকা টাইমস/৩০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন