রংপুরে অস্ত্রসহ চার তরুণ-তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:২৭
অ- অ+

রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকা থেকে পিস্তলসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ, কলেজপাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন-উর রশিদ মেহেদি ও একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।

এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার।

তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পার্কের মোড় এলাকায় একটি প্রাইভেট গাড়িসহ চার তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, চার তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা