রংপুরে অস্ত্রসহ চার তরুণ-তরুণী আটক

রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকা থেকে পিস্তলসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ, কলেজপাড়ার সাদিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন-উর রশিদ মেহেদি ও একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।
এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পার্কের মোড় এলাকায় একটি প্রাইভেট গাড়িসহ চার তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, চার তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন