শরীয়তপুরে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৭| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯
অ- অ+

শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

পুনাক শরীয়তপুরের সভানেত্রী কামরুন নাহার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ-উজ-জামান, মো. আদিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, 'অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শরীয়তপুর তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। আমরা এভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।'

সভাপতির বক্তব্যে কামরুন নাহার পপি বলেন, সবসময় অসহায় মানুষের জন্য কাজ করি। ভবিষ্যতেও পুনাকের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা
সিজিএস-এর নতুন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক পারভেজ করিম
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা