শরীয়তপুরে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
পুনাক শরীয়তপুরের সভানেত্রী কামরুন নাহার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ-উজ-জামান, মো. আদিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, 'অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শরীয়তপুর তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। আমরা এভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।'
সভাপতির বক্তব্যে কামরুন নাহার পপি বলেন, সবসময় অসহায় মানুষের জন্য কাজ করি। ভবিষ্যতেও পুনাকের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/এসএ)
মন্তব্য করুন