বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সকল দাবি পূরণ করা হবে: সেলিম ভুইয়া

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:৩৮| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২২:২৮
অ- অ+

শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কক্সবাজারে বিশাল শিক্ষক সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজারের সর্বস্থরের শিক্ষকরা। এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যন মো. সেলিম ভুইয়া।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সকল দাবি পূরণ করবে। অতীতেও শিক্ষক কর্মচারীদের রুজি-রুটির ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার প্রধান কারিগর, তাই তাদের আগে প্রাধান্য দিতে হবে।’

এ সময় তিনি সম্প্রতি বিভিন্ন স্কুল-কলেজে প্রধান শিক্ষকদের জোরপূর্বক পদত্যগ করানোর ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষকদের বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।

তিনি বলেন, ‘বিগত আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। পরীক্ষাবিহীন পাস করিয়ে বিদেশি প্রভুদের খুশি করতে জাতিকে মেধাশুন্য করার জন্য কাজ করেছে।’ তাই দেশপ্রেমিক শিক্ষক সমাজকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।

রবিবার বেলা ১১ টা থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ইনস্টিটিউটে জেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন, কক্সবাজার জেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন- কক্সবাজার জেলা শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর।

খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের শিক্ষক সমিতির সভাপতি এম এ ছফা চৌধুরী, বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাটের সচিব মো. আবুল বাশার, কুমিল্লা অঞ্চলের সভাপতি আবদুর রাজ্জাক, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রনজিত কুমার দাশ, কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলীসহ বিভিন্ন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকরা। এতে জেলা প্রায় ৫ শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা