ধামরাইয়ে এক হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ঢাকার ধামরাইয়ে এক হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ।
বুধবার (০৮ জানুয়ারি) বিকালে ঢাকার ধামরাই উপজেলার ঢুলিভিটা ও চৌহাট এলাকায় এসব বিতরণ করেন তিনি।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, দেশে চলছে কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধামরাইয়ের এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমার নিজস্ব অর্থায়নে ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।
এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মো. আলী রাজ, ধামরাই থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মহসিন, ধামরাই পৌর শ্রমিকদলের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, ধামরাই থানা ছাত্রদলের সাবেক সদস্য কবির চৌধুরী সহ প্রমুখ।
ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএস

মন্তব্য করুন