এসপি মহিউদ্দিন ফারুকী সাময়িক বরখাস্ত
কারাঅন্তরীণ পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৩ নভেম্বর থেকে তার বরখাস্ত আদেশ কার্যকর হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ফারুকী রাঙ্গামাটির বেতবুনিয়ায় পিএসটিএসের পুলিশ সুপার ও তার আগে পুলিশ সদর দপ্তরের সাবেক এআইজি ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির যাত্রাবাড়ী থানায় করা মামলা (মামলা নং-১৫) মোতাবেক গত ১৩ নভেম্বর রাঙ্গামাটির বেতবুনিয়া থেকে গ্রেপ্তার করা হয় মহিউদ্দিন ফারুকীকে। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৩ নভেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষত ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এসএস/ইএস
মন্তব্য করুন