আড়াই ঘণ্টার চেষ্টায় নিভল হাজারীবাগে ট্যানারি গোডাউনের আগুন

রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজার সংলগ্ন একটি ট্যানারির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুরে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঢাকা টাইমসকে জানান, বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ১১টি ইউনিট কাজ করেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
এর আগে দুপুর ২টা ১৪ মিনিটে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে একে একে যোগ দেয় আরও ৯টি ইউনিট।
স্থানীয়রা জানান, সাততলা ওই ভবনের পঞ্চমতলায় এ আগুন লাগে। সেখানে ফেনিক্স ট্যানারি নামের একটি প্রতিষ্ঠানের চামড়ার গুদাম ছিল। তবে আগুনের সূত্রপাত কিভাবে জানাতে পারেনি তারা।
জানা গেছে, ওই ভবনটিতে প্লাস্টিকের পণ্য জুতা, পাঞ্জাবি ও জামা-কাপড়ের কারখানার জন্য ভাড়া দেওয়া ছিল। এসব কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক কাজ করতেন।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএম/ডিএম)

মন্তব্য করুন