কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:২১| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৩
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগ মোটরসাইকেলে ডাংমড়কা শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়লে ঘাতক ট্রাকের চাপায় সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, বাগোয়ান কলেজের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা