ভৈরবে বিএনপির ওয়ার্ড নেতাকে ‘হাইব্রিড’ বলায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩০| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকে ‘হাইব্রিড’ ডাকাকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচজন। এছাড়া এই ঘটনায় ৫-৬টি দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে ভৈরব শহরের চন্ডিবের হাসপাতাল সংলগ্ন পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন— ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ও সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৪২), তার ছেলে রাতুল ( ২৭)।

অপরদিকে সাবেক কাউন্সিলর বিএনপির নেতা আনার মিয়ার পক্ষের জসিম মিয়া (৩৫) ।

আহতদের মধ্যে দুজনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের চন্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একটি অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের আগমনকে কেন্দ্র করে চন্ডিবের এলাকায় বিএনপির নেতাকর্মীরা লোকজন নিয়ে জড়ো হয়। এ সময় ৯ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি হাজী আক্তার মিয়ার পক্ষের লোকজন ও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এক নেতাকে হাইব্রিড নেতা বলায় দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় যুবদল নেতা সফিকুল ইসলামসহ বেশ কয়েকজন। পরবর্তীতে খবর পেয়ে থানা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি হাজী মো. আক্তার মিয়া বলেন, কথা কাটাকাটি নিয়ে হঠাৎ করে সফিকুল ইসলামের লোকজনের সাথে আমাদের লোকজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি বিএনপির নেতৃবৃন্দ এসে মীমাংসা করে দেন। পরবর্তীতে পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যায়।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজিনা পারভীন জানান, মারামারির ঘটনায় এই পর্যন্ত ৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

(ঢাকা টাইমস/১৮জানুযারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা