জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করলে জনগণ ছেড়ে দেবে না: জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬
অ- অ+

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের বাপের সম্পত্তি মনে করেছিলো। ২১ বছর পর ক্ষমতায় এসে এরা দেশে আবারও একনায়কতন্ত্র কায়েম করায় দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি কেউ জুলাই বিপ্লবের একক কৃতিত্ব দাবি করেন তাহলে দেশের জনগণ আপনাদের ছেড়ে দেবে না।

মঙ্গলবার বিকালে মিরপুর বশির উদ্দিন স্কুল মাঠে ১২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

জুয়েল বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ফ্যাস্টিট আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এখনও বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি। তারুণ্যের অহংকার তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি সেই অধিকার আমরা ফিরে পাইনি।

তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের একটি সংগঠন আছে ছাত্রবৈষম্য আন্দোলন। তারা জুলাই বিপ্লবকে নিজেদের কৃতিত্ব দাবি করছেন। এই অভ্যত্থানে শুধু ছাত্ররাই অংশ নেননি, দেশের আপামর জনসাধারণ অংশ নিয়েছেন, প্রাণ দিয়েছেন। আর এর মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান।

এসময় সাজ্জাদুল মিরাজ বলেন, ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের লাখ লাখ নেতাকর্মী মামলায় জর্জরিত হয়েছে। তিনহাজার নেতাকর্মীকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। জুলাই বিপ্লবে শুধু বিএনপির ৫ পাচ শতাধিক কর্মী বুকের তাজা রক্ত দিয়েছে। বিএনপি কখনও অন্যায়ের সাথে আপোষ করতে জানে না। আগামীতেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবে না।

মিরপুর থানা যুবদলের আহবায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব আমিনুর রহমান শান্ত'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা