রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫০
অ- অ+

রাজবাড়ীর পাংশায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাফিন মণ্ডল (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শাফিন মণ্ডল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের ট্রাকচালক মিলন মণ্ডলের ছেলে। সে এ বছর স্থানীয় মৌকুড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহত শাফিনের প্রতিবেশী আমিরুল ইসলাম জানান, মিলন মণ্ডলের একমাত্র ছেলে শাফিন। তার আর কোনো সন্তান নেই। শাফিনের বায়না ধরার কারণে ছয় মাস আগে ছেলেকে নতুন একটি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল কিনে দেন মিলন। তবে কয়েকদিন ধরে শাফিন তার বাবার কাছে নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দেয়ার জন্য বায়না ধরে। তবে তার বাবা এতে রাজি হচ্ছিলেন না। পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরা অনেক বোঝানোর পরও শাফিন তার কথায় অনড় থাকে। অবশেষে অভিমান করে রবিবার দুপুরে সে পাংশার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

(ঢাকা টাইমস/২৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা রুহুল আমিন আর নেই
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৯ মার্চের টিকিট
গ্রেনেড হামলা মামলা: তারেক রহমানসহ সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা