বিশ্ব ইজতেমা: চলছে দেশি-বিদেশি বক্তাদের বয়ান, ইবাদতে মশগুল মুসল্লিরা 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:০২
অ- অ+

তাবলীগ জামাতের বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সমঝোতা হওয়ার পর সব বাধা ও শঙ্কাকে পেছনে ফেলে কড়া নিরাপত্তায় গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে এ বছরের বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ৫৮তম আয়োজনের প্রথম পর্ব।

তাবলীগ জামাতের শুরায়ে নেজামের (যোবায়ের) অনুসারীরা ইজতেমার প্রথম পর্ব আয়োজন করেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে জমায়েত শুরু হয়। বয়ানের অনুবাদ করেন বাংলাদেশি মাওলানা জুবায়ের।

শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানি মাওলানা জিয়াউল হক। সে বয়ানের অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। সকাল পৌঁনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।

তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল। সকাল ১০টায় শিক্ষকদের মিম্বারে বয়ান করবেন মাওলানা ফারাহিম (ভারত)। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব (আলিগড়)।

খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন মাওলানা আকবর শরিফ সাহেব (ভারত)। জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বাদ জুমা বয়ান করবেন- জর্ডানের শেখ উমর খাতিব। বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। বাদ মাগরিব বয়ান করবেন- ভারতের মাওলানা আহমেদ লাট।

ময়দানে ৪২ দেশের ৮৫০ বিদেশি মেহমান রয়েছেন। বিদেশি মেহমানদের খিত্তায় দায়িত্ব প্রাপ্ত সরকারি গোয়েন্দা সংস্থা সূত্রে এই তথ্য জানা যায়।

৪২ দেশের মধ্যে আফগানিস্থান, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ভারত, ওমান, সৌদি আরব, ইয়েমেন, কিরগিস্থান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, পাকিস্থান, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আলজেরিয়া, মিশর, সিঙ্গাপুর, জর্ডান অন্যতম।

বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ র্যাবসহ সব বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়দানে ৪২ দেশের ৮৫০ বিদেশি মেহমান উপস্থিত আছেন।’

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা