এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ২

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এসময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এদিকে বাসের পেছনে ধাক্কা লেগে আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

প্রাইভেটকার চালক মো. আরাফাত হোসেনের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সকালে পিকআপ, বাস এবং একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এসময় বাসের ধাক্কায় সামনে থাকা পিকআপটি ছিটকে সড়কে পড়ে যায় এবং পেছনে থাকা প্রাইভেটকারটি বাসের পেছনে গিয়ে ধাক্কা লাগে। প্রাইভেটকার তেমন ক্ষতিগ্রস্ত না হলেও পিকআপের দুজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, 'খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ এবং পিকআপটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।'

(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা