জামালপুরে আ.লীগের চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওয়ামী রাজনীতির শীর্ষ গডফাদার সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের চাচাতো ভাই আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার রাতে জামালপুর পৌরসভার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর হামলাসহ নাশকতার মামলা রয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বলেন, আশরাফুল আলম মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। রবিবার সন্ধ্যায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন