চুয়াডাঙ্গায় ফের বাড়ছে শীত, তাপমাত্রা এক দিনে কমল ৪ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩
অ- অ+

টানা কয়েকদিন শীতের তীব্রতা কমলেও আবারও কমতে শুরু করেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে চার ডিগ্রি সেলসিয়াস৷

মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

এর আগে সোমবার সকাল ৯টায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এক দিনের ব্যবধানে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম এসেছে।

এছাড়া ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা দিনে কিছুটা গরম অনুভূতি হতে দেখা যায়।

কয়েকদিন দিনের তাপমাত্রা বাড়লেও রাতে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান।

তিনি বলেন, আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। যা কয়েকদিন যাবত ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা