সাতক্ষীরায় থানা পোড়ানো মামলায় কারাগারে যুবলীগ নেতার ছেলে 

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১
অ- অ+

সাতক্ষীরা সদর থানা পোড়ানোর অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের ছেলে মো. নাঈমুর রহমান প্রান্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে একইদিন সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরের প্রান্তদের একটি ঘের থেকে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় ডিবি।

যদিও পরিবারের অভিযোগ, বাবা যুবলীগ নেতা মিজানুর রহমানকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে যায় ডিবি। আটক প্রান্ত সাতক্ষীরা পলিটেকনিক ইনিস্টিটিউটের কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র বলে জানায় তার পরিবার। তার নামে কোনো মামলা ছিল না।

পারিবারিক সূত্র আরও জানায়, গত কয়েকদিনে মিজানুর রহমানের বাড়িতে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে।

এদিকে প্রান্তকে গ্রেপ্তারের ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট থানা পোড়ানোর মামলায় প্রান্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সে ছাত্র নয়, মাছ ব্যবসায়ী।’

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘থানা পোড়ানোর ঘটনাটা ছিল বহু মানুষের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এই মামলায় কোনো ছাত্রকে গ্রেপ্তার দেখানো জুলাই বিপ্লবের সঙ্গে যায় না। তাছাড়া বাবাকে না পেয়ে ছেলেকে তুলে আনাও অন্যায়।’

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা