ম্যাটস ও ডিএমএফ শিক্ষার্থীদের আন্দোলন মেনে নেওয়া উচিত: আবু হানিফ

চার দফা দাবিতে মেডিকেল ইনস্টিটিউট (ম্যাটস) শিক্ষার্থী ও (ডিএমএফ) ডিগ্রিধারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন গণধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
রবিবার দুপুরে শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন,‘এই শিক্ষার্থীদের ৪ দফা দাবি যৌক্তিক। এই যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়ার আহ্বান জানাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে। শিক্ষার্থীদের কাজ পড়াশোনা করা, তারা পড়াশোনা বাদ দিয়ে যদি আন্দোলন করতে থাকে, তাহলে তো পড়াশোনার ক্ষতি হবে। তাই এই সরকারের উচিত শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলন গুরুত্বের সঙ্গে নেওয়া।
এসময় আবু হানিফ বলেন, সরকার যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার উদ্যোগ নিয়েছে তা যেন লোক দেখানো না হয়। আমরা আশা করি সরকার এই অভিযানের মাধ্যমে যেন প্রকৃত অপরাধীদের আটক করে। সরকারের উচিত ছিল আরও আগেই এমন অভিযান পরিচালনা করা। চাঁদাবাজ এবং দখলদারকেও এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনার আহ্বান করছি।
প্রসঙ্গত, ম্যাটস শিক্ষার্থীদের দাবি, বর্তমানে ডিপ্লোমা মেডিকেল কোর্স সম্পূর্ণ করে প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছেন। গত এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে, নিয়োগবিধি সংশোধনের নামে তালবাহানা করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে। কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে শূন্য পদ রয়েছে দুই হাজার ৫০০টি।
চার দফা দাবিগুলো হলো– বৈষম্যমুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে, অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/জেবি/এমআর)

মন্তব্য করুন