মামলাবাজ চাঁদাবাজ দখলদারের স্থান বিএনপিতে হবে না: তরুণ দে

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫
অ- অ+

মামলাবাজ, চাঁদাবাজ, দখলদারের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে।

রবিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে এসে দীন ভক্তদের উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরুণ দে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনার ভোট আপনি দেবেন। যে জমি, বাড়ি দখল করবে তার স্থান জাতীয়তাবাদী দলে হবে না। আগামীর বাংলাদেশ হবে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ হবে।’

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব নুরে আলম, যুবদল নেতা শাহিন মিয়া, পারভেজ আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্জাক মিয়াসহ যুবদলের নেতৃবৃন্দ ও নোয়াগাঁও ইউনিয়ন ছাত্র, যুব ঐক্যপরিষদ সভাপতি প্রাণেশ দাস, হরিনাম সংকীর্তন কমিটির সভাপতি নিহার রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন চৌধুরীসহ সংকীর্তনে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা