ত্রিদেশীয় সিরিজ: বৃথা গেলো ব্রিটজকের বিশ্বরেকর্ড, ফাইনালে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯
অ- অ+

চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি হিসেবে তিন জাতি সিরিজ খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। যেখানে অভিষেকে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ম্যাথু ব্রিটজকে। তবে একমাত্র খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে দেড়শ রানের ইনিংস উপহার দিয়েছেন। অবশ্য তার সেই কীর্তি ম্লান করে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন কেন উইলিয়ামসন। তার অনবদ্য সেঞ্চুরিতে কিউইরা লক্ষ্য ছুঁয়েছে ৮ বল হাতে রেখে।

এই জয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড। এর আগে ট্রাইনেশন সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিল মিচেল স্যান্টনারের দল। অন্যদিকে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ম্যাচটি কার্যত নকআউট লড়াই। যারা জিতবে ফাইনালে তারাই কিউইদের মুখোমুখি হবে।

সাউথআফ্রিকার দেওয়া ৩০৫ রানের জবাবে ৫০ রানে উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। তার পর দলকে জয়ের পথে তুলেছেন আরেক ওপেনার ডেভন ও কেন উইলিয়ামসন। তাদের ১৮৭ রানের জুটি জয়ের ভিত গড়েছে। দুর্ভাগ্য কনওয়ে ৯৭ রানে ফেরায় সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। দ্রুত সময়ে ড্যারিল মিচেল (১০) ও টম ল্যাথামের (০) উইকেট পড়লেও বিপদ হতে দেননি উইলিয়ামসন। ১৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার পর ১৩৩ রানের অপ্রতিরোধ্য ইনিংসে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি। তার ১১৩ বলের অপরাজিত ইনিংসে ছিল ১৩ চার ও ২ ছক্কা। উইলিয়ামসনকে সঙ্গ দেন গ্লেন ফিলিপস (২৮)। নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে ৪৮.২ বলে।

কেন উইলিয়ামসন অপরাজিত ইনিংসে আবার দ্রুততম ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। তার আগে রয়েছেন হাশিম আমলা (১৫০ ইনিংস)। উইলিয়ামসনের লেগেছে ১৫৯ ইনিংস।

লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাথু ব্রিটজকের রেকর্ড গড়া ইনিংসেই এগিয়েছে প্রোটিয়া দল। চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। তার ব্যাটে ভর করেই ৬ উইকেটে ৩০৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

অভিষেকে এতদিন সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৪৮। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৮ সালে সেটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স। এবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন ব্রিটজকে।

রেকর্ড গড়া ইনিংসে ওপেনিং জুটিতে অধিনায়ক তেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে যোগ করেন ৩৭ রান। বাভুমা ২০ রানে আউট হলে ভাঙে শুরুর জুটি। তার পর দ্বিতীয় উইকেটে জেসন স্মিথকে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে দলকে আরও এগিয়ে যাওয়ার মঞ্চটা গড়ে দেন ব্রিটজকে। সঙ্গী স্মিথ ৪১ রানে আউট হলে এই জুটিও ভাঙে। নতুন ব্যাটার কাইল ভেরেইন ১ রানে দ্রুত ফিরলে বড় জুটিটা গড়েছেন ভিয়ান মুল্ডার ও ব্রিটজকে। চতুর্থ উইকেটে তারা মিলে ১৩১ রান যোগ করেছেন। ব্রিটজকেকে ১৫০ রানে থামিয়ে জুটি ভাঙেন দেন হেনরি।

ব্রিটজকের ১৪৮ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছয়ের মার। তখন স্কোর ছিল ৪৫.২ ওভারে ৪ উইকেটে ২৬৩। তার পর মুল্ডারের আক্রমণাত্মক ব্যাটিংয়েই দলের স্কোর তিনশ পার হয়েছে। মুল্ডার ৬০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৪ রানে দলীয় তিনশ রানের সময় আউট হয়েছেন। নতুন ব্যাটার সেনুরান মুথুসামিও (২) দ্রুত ফিরলে স্কোরটা ৬ উইকেটে থেমেছে ৩০৪ রানে।

কিউইদের হয়ে ৫৯ রানে দুটি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ৭২ রানে দুটি নেন উইল ও’রুর্ক। একটি নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে এসে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
আজ শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
পৃথিবীতে দামি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, প্রতারণার ডিজিটাল হাতিয়ার এখন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা