হবিগঞ্জে ব্লকেড কর্মসূচি নিয়ে মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও খুনীদের ফাঁসির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিকে তারা ‘হবিগঞ্জ ব্লকেড’ নামে অভিহিত করেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের পৌর টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে। সভায় বক্তারা হবিগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দৃশ্যমান কোন অপারেশন পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ করেন।
এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদি হাসান, আশরাফুল ইসলাম সুজন, আরিফুল ইসলাম, রাসেল আহমেদ, আরিফ তালুকদার, স্বর্ণা কানু পূর্ণতা, মিনহাজ উল মাহবুব রাফী, তাসলিমা ইসলাম, শামীম আহমেদ, তানজিলা ইসলাম প্রমুখ।
(ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন