ভালোবাসা দিবসে চাক ভাষার নাটক

চাক ভাষা ও সংস্কৃতি চর্চাকে সমুন্নত রাখতে চাক সমাজের তরুণেরা থেমে নেই। তাদের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো নিয়ে চাক ভাষায় রচনা করছে নতুন নতুন গান, ছড়া ও কবিতা।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৬টায় চাক ফিল্মস টিম (সিএফটি) এর প্রযোজনায় চাক ভাষায় ২০২৫ সালের সর্বপ্রথম নাটক এবং চাক ফিল্মস টিমের ৮ম তম নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে।
নাটকের নাম ‘গরিবের সফলতা’, চাক ভাষায় ‘ ছিংহ্রেছা অংম্রাংগা’। নাটকটিতে দেখানো হবে একজন দরিদ্র মেয়ে কীভাবে তার জীবনে সফলতা পায়।
চাক নাটকটির পরিচালক ও স্ক্রিপ্ট লেখক ছাগ্যহ্লা চাক এবং সম্পাদনায় মংচিংহ্লা চাক জীবন।
নাটকটির সম্পাদক মংচিংহ্লা চাক জীবন বলেন, “চাক নাটকটিতে আমাদের কোনো পারিশ্রমিক বা আর্থিক বিষয় যুক্ত নেই। আমাদের চাক সমাজ ও সংস্কৃতি বিষয়ে অনেকে অবগত নয়। আমাদের চাক সমাজের সংস্কৃতি ও ভাষা চর্চাকে সজাগ রাখতে এই উদ্যোগ নেয়া। আমরা বিশ্বাস করি এভাবে আমাদের পরবর্তী প্রজন্মও নিজের সংস্কৃতিকে ভুলে যাবে না।”
চাক নাটকটিতে অভিনয় করেছেন মংচিংহ্লা চাক জীবন, য়েংনুপ্রু চাক, ক্যথোয়াইঅং চাক, উখাইচিং চাক, ছাইশৈ উ চাক, ছাইম্যা চাক, চিংমংহ্লা চাক, মাচোচিং চাক, চাইহ্লাগ্য চাক, ছাই উ চাক ও উচিংমে চাক।
বিশ জনের একটি টিম নিয়ে নাটকটি পরিচালিত হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন