সিরাজদিখান থানায় হামলা: ৬০ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ২

সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০ জনকে এজাহার নামীয়সহ ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। সিরাজদিখান থানার এসআই রোজিনা খাতুন বাদী হয়ে ঘটনার দিন রাতেই মামলাটি করেন।
মামলার এজাহার নামীয় আসামিরা হলেন, কোলা ইউনিয়নের পশ্চিম কোলা গ্রামের আ. মান্নান খানের ছেলে আবু তাহের খান, থৈরগাও গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. মঞ্জু মোল্লা, কোলা গ্রামের মো. আবুল কাশেম শেখের ছেলে মো. লিমন শেখ, মো. হাবিবুর রহমানের ছেলে মো. হুমায়ুন, রক্ষিতপাড়া গ্রামের মহন লস্করের ছেলে মো. সেন্টু মিয়া ওরফে গরম সেন্টু, থৈরগাও গ্রামের জুলহাস শেখের ছেলে নাজমুল শেখ, মো. খলিল বেপারীর ছেলে মো. আসিফ বেপারী, উত্তর তাজপুর গ্রামের কামাল হাজীর ছেলে ওমর ফারুক, কোলা গ্রামের সামছুল আলম চৌকদারের ছেলে রনি চৌকদার ও থৈরগাও গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহিন বেপারী।
বৃহস্পতিবার সকালে যৌথ বাহিনীর অভিযানে মামলার ৫ নম্বর আসামি মো. সেন্টু ওরফে গরম সেন্টু ও ১০ নম্বর আসামি মো. মাহিম বেপারীকে গ্রেফতার করা হয়েছে।
থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯০ লাখ টাকার ক্ষতি সাধনসহ ১৪ পুলিশ সদস্য আহত হয়েছে মর্মে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ স্কুল ছাত্র রোমান শেখের সন্ধানের দাবিতে বুধবার মানববন্ধন থেকে অতর্কিতভাবে সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় থানার ডিউটি অফিসারের কক্ষসহ থানা ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশের দুটি পিকআপ ও তিনটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন