কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার, ৪০ জনকে পদক দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬
অ- অ+

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সোমবার উদযাপিত হতে যাচ্ছে কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে এই বাহিনী।

প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি। এছাড়া নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, কূটনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্র উপদেষ্টা কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ১০ জন কে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, ১০ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক, প্রদান করবেন।

বিভিন্ন শাখায় পদক পাচ্ছেন যারা

ক. এ বছর কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পাবেন

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, কমডোর মো. রাশেদ সাত্তার, ক্যাপ্টেন মো. জহিরুল হক, ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ,

লে. কমান্ডার এইচ. এম. এম. হারুন-অর-রশীদ, মো. বাবুল আক্তার, মোহাম্মদ ইয়াকুব আলী ও ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান।

খ. প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পাবেন কমান্ডার মো. মাহফুজুর রহমান, লে. কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুন, লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ,

লে. মো. মুনতাসির ইবনে মহসীন, লে. রুহান মনজুর, মো. মিজানুর রহমান, মো. শাহ আলম, মো. বেলাল হোসেন,

নুর মোহাম্মদ ও মো. সাজেদুল ইসলাম সাজ্জাদ।

গ. বাংলাদেশ কোস্ট গার্ড পদক- সেবা (বিসিজিএমএস) পদক পাবেন ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক, সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দিন, কমান্ডার আকতার জামান চিশতী, কমান্ডার মাজহারুল ইসলাম, কমান্ডার মোদাসসেরুল হক, লে. কমান্ডার মো. মোহাইমিনুল হক মাহিম, মো. মনোয়ার হোসেন, মো. রাশেদুর ও নাহিদ হাসান জনি।

ঘ. প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএমএস) সেবা পদক পাবেন ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল, ক্যাপ্টেন এস এম সুমন হায়দার, মোহাম্মদ ফকরুল ইসলাম, মো. মনোয়ার হোসেন, মো. জাকারিয়া, মো. এহসানুল হক, লুৎফর রহমান তারেক, শফিউল ইসলাম তালুকদার, মো. সাইফুল ইসলাম ও মো. আবু তাহের।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থাকা বুচ ও সুনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা