সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার, কী মামলা যুব মহিলা লীগের এই নেত্রীর বিরুদ্ধে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২
অ- অ+

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

মোনালিসা যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের দুটি মামলা রয়েছে।

সোমবার ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে বলেন, “মেহেরপুর থানা পুলিশের সুপারিশে রাজধানীর ইস্কাটন থেকে সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়। তাকে আমরা সেখানেই (মেহেরপুর) পাঠিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য মিলেছে।”

এদিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন গণমাধ্যমে জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে ডিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আজ তাকে আদালতে তুলবো।”

এর আগে গত ১৫ সেপ্টেম্বর সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব। রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে ফরহাদ হোসেন কারাগারে রয়েছেন।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা