আরকান মহাসড়ক চার লেন করার দাবি বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৮| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯
অ- অ+

চট্টগ্রাম-কক্সবাজার (আরকান) মহাসড়ক চার লেন অথবা বাইপাস নির্মাণের দাবিতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক কমিটি নেতৃবৃন্দ। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাছানের হাতে লিখিত এই আবেনপত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি আহ্বায়ক ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম, সদস্য সচিব সরওয়ার আকতার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন মির্জা তামিম, আব্দুল্লাহ আল নোমান, জহির উদ্দিন, নেছারুল হক সাকিব, রিদুয়ান রাইয়ান, শাহেদুল হক রনি, আবু হাছান, শফিকুর রহমান, সাকিব প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাছান বলেন, ইতোমধ্যে মহাসড়কের পদুয়া ও বটতলী মোটর স্টেশন অংশ চার লেন করার প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই টেন্ডার আহ্বান করা হবে।

(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা