কুমিল্লায় আদালতে হাজিরা দিতে যাওয়া ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ  

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১
অ- অ+

কুমিল্লায় আদালতে হাজিরা দিতে যাওয়া আব্দুর রশিদ ভূইয়া নামে এক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। সোমবার কুমিল্লা আদালত এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রশিদ ভূইয়া জেলার নাঙ্গলকোট উপজেলার ১৫নং বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া সোমবার সকালে আদালতে মামলার হাজিরা দেওয়ার জন্য যান। এ সময় ছাত্র-জনতা ইউপি চেয়ারম্যানকে আটক করে কিল, ঘুষি, থাপ্পড় মেরে পুলিশে সোপর্দ করে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, আদালতের গেটের সামনে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়াকে আটক করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ছাত্র-জনতা। আবার কেউ তাকে কিল-ঘুষি মারছে। এ সময় তাকে না মারার জন্য দুহাত জোড় করে মাফও চায় চেয়ারম্যান। তার পাশে পুলিশকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা চেয়ারম্যানকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, কুমিল্লা পুলিশ লাইনে ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনাসহ একাধিক মামলা রয়েছে চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়ার বিরুদ্ধে।’

ওসি জানান, ‘সোমবার সকালে ইউপি চেয়ারম্যান আদালতে মামলার হাজিরা দিতে এলে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা