বইমেলায় সৈয়দ হুমায়ুন কবীরের ‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬
অ- অ+

লাখো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলায় ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবীরের নতুন বই প্রকাশিত হয়েছে। ‘নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ’ শিরোনামে বইটি প্রকাশ করেছে অমর প্রকাশনী।

বুধবার বিকালে বইমেলা প্রাঙ্গণে গ্রন্থ উন্মোচন মঞ্চে নতুন এ বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার রোগ তত্ত্ববিদ ও ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, প্রকাশনী প্রতিষ্ঠানের কর্ণধার , বিশিষ্ট লেখক ও পাঠকগণ।

বইটিতে লেখক নিরাপদ মাতৃত্বের গুরুত্ব, গর্ভকালীন ও প্রসব পরবর্তী যত্ন, শিশুর পুষ্টি, শারীরিক মানসিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও রয়েছে বইটিতে।

বইটি সম্পর্কে সৈয়দ হুমায়ুন কবীর বলেন, সুস্থ ও সচেতন মায়েরা একটি সুস্থ জাতির ভিত্তি গড়ে তুলতে পারেন। তাই মাতৃত্বকালীন যত্ন ও শিশুর শারীরিক-মানসিক বিকাশ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এই বইটি গর্ভবতী মা, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং গবেষকদের জন্য সহায়ক হতে পারে বললেন লেখক।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ৩৫৪-৩৫৫ নাম্বার স্টলে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।

এর আগে ২০২৪ অমর একুশে গ্রন্থমেলায় সৈয়দ হুমায়ুন কবীরের প্রথম বই ‘ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে' প্রকাশিত হয়। যা পাঠকমহলে বেশ সমাদৃত হয়। মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এই বইটিও পাঠকদের কাছে সমাদৃত হবে বলে আশা করছেন তিনি।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশপ্রেম ও পেশাদারিত্ব যখন অপরাধ হয়ে ওঠে: রাষ্ট্রদূত সুফিউর রহমানের নীরব কূটনৈতিক যুদ্ধ
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
ট্রেন মিস করলেন তাবিথ আউয়াল?
গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে বিএনপির শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা