ফিরে দেখা অতীত

এম এম মাহবুব হাসান
  প্রকাশিত : ১২ জুন ২০২৫, ০৯:৫৬
অ- অ+

আজও মাঝে মাঝে চুপিচুপি

ফিরে দেখি সেই রঙিন শৈশব।

স্মৃতির পাতায় উঁকি দেয়

হাজারো স্বপ্নের আলপনা।

.

মনের আয়নায় ভেসে ওঠে

এক চঞ্চল, নিষ্পাপ মুখ,

হাসিতে ভরা ছোট্ট আমি—

ভবিষ্যতের সোনালি সুখ।

.

তখন তারা ছিল খুব কাছের,

আকাশও যেন আপন ছিল,

সূর্যোদয় মানেই নতুন আশায়

ভরপুর এক আশ্চর্য সকাল।

.

বন্ধুদের সঙ্গে নির্ভার হেসেখেলে

কেটেছে কত বিকেল বেলা,

আড্ডায় জমে উঠত পৃথিবী—

শুধু হাসি, আর না বলা কথামালা।

.

স্কুলের বেঞ্চে বসে পচা কাগজে

আঁকা হতো ভবিষ্যতের মানচিত্র,

মা’র রান্নায় জড়ানো গন্ধে

মিশে থাকত নিঃশর্ত মমতার চিত্র।

.

বাবার কাঁধে ছিল এক দিগন্ত,

যেখানে আমি রাজা হই,

প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য—

এক জীবনের স্বর্গসুখ বই।

.

আজ শহরের ধুলো-ধোঁয়ায়

কোলাহলে হারিয়ে যাই,

স্ক্রিনে বন্দী স্বপ্নগুলো

মুছে ফেলে আপন পরিচয়।

.

ভার্চুয়াল বন্ধুত্বে ঢেকে গেছে

স্মৃতির সে উষ্ণ ছায়া,

প্রযুক্তির জালে আটকে পড়ে

কেটে যায় জীবনযাত্রার মায়া।

.

তবু নির্জনে, একাকী রাতে

হঠাৎ আসে সেই দিন ফিরে,

চোখের কোণে অশ্রু গড়ায়—

ভাসিয়ে নেয় হৃদয় নিঃসীম নীরে।

.

অতীত নয় শুধু স্মৃতির পাতায়—

সেই তো আমার শেকড়,

যেখান থেকে শক্তি নিয়ে

আজও অদম‍্য আমার পথচলা।

.

প্রতিটি দিন যেন ঈশ্বরপ্রদত্ত—

মুহূর্তগুলো শেখায় কীভাবে বাঁচতে হয়,

সেই শিক্ষা বুকে ধারন করে

খুঁজি ভবিষ্যতের স্বপ্ন বোনার উপায়।

.

তাই আজ নতুন করে প্রতিজ্ঞা—

নেই শুধু হারানোর বেদনা,

অতীত, বর্তমান, আর আগামির

মিলনেই গড়ে উঠুক জীবনের সার্থকতা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা