মৃতের পরিচয়

এম এম মাহবুব হাসান
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ১০:১৬
অ- অ+

জন্মের শেষে যে নীরবতা—

সে কি শুধুই প্রস্থান?

নাকি এক অন্য সূর্যোদয়,

অদৃশ্য কোনো প্রাণ?

.

নাম ছিল একদিন, পরিচয় ছিল—

পিতার, মায়ের, দেশের, ধর্মের,

কর্মের, ভালোবাসার বর্ণনাও ছিল বেশ,

তবু এখন সে শুধুই ‘নিহত’ বা ‘মৃত’।

.

শরীরে তেজ নেই, চাহনিটাও ক্ষীণ,

তবুও কি সে হারিয়ে গেছে চিরদিন?

নাকি সে ফিরেছে বিস্ময় ভরে—

আত্মার মুক্ত আকাশে, আলো-ভরা ঘরে?

.

জীবন তো ছিল এক দেহের আশ্রয়,

মৃত্যু কি তবে আত্মার উৎসব নয়?

জায়গা বদলায়, রূপ বদলায়, বদলায় সবকিছু,

চেতনাই তো রেখে যায় শেষ চিহ্ন।

.

কে সে—যে নিভে গেল চুপিচুপি,

নাম তার কি মুছে গেছে সবার মুখে?

না, সে তো আজ সকলের মাঝে অমর,

ধর্ম, ভাষা, রক্তের সীমা ছাপিয়ে।

.

সে আজ হাওয়ায়, জলের ধ্বনি, প্রাণের স্পন্দন

সে দ্রোহের আগুন, শিশুর হাসি, কষ্টের বাণী—

তার পরিচয় নেই—তবু সে আছে সবখানে,

আলো আর অন্ধকারের মাঝখানে।

.

মৃত নয় সে, রূপান্তরের দূত—

নাম নয় তার পরিচয়,

কিছু নেই তার পরিচয় বিহীন

বরং—সে চিরচেনা সত্যরূপ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৮
চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
হারানো ১৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
যে দলগুলোর জামানত থাকবে না, তারাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : খোকন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা