বইমেলায় ‘একজন আমিনুল হক’

অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাফজয়ী ফুটবলার আমিনুল হকের জীবনী নিয়ে লেখা বই ‘একজন আমিনুল হক’। শুক্রবার একুশে ফেব্রুয়ারিতে বইটি প্রকাশের পর পরই পাঠকদের কাছে বইটি ব্যাপক সারা ফেলেছে।
রাশেদ রানার লেখা ‘একজন আমিনুল হক’ বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে তার সাহসী ভূমিকা ত্যাগ, তিতিক্ষা এবং দক্ষ সংগঠকের নানান ঘটনা।
বইমেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আমিনুল হককে বইটির প্রকাশক চলন্তিকা প্রকাশনীর স্টলে বসে পাঠকদের অটোগ্রাফসহ বইটি দিচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে আগত পাঠক ও দলীয় নেতাকর্মীরা বইটি ক্রয় করার পাশাপাশি আমিনুল হকের অটোগ্রাফ নিচ্ছে।
এসময় আমিনুল হক জানান, পাঠকরা আমার জীবনী নিয়ে লেখা বইটিতে এত সাড়া দিবে তা কখনো ভাবিনি। সর্বোপরি আমি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেবি/এমআর)

মন্তব্য করুন