অবশেষে ভালুকার সেই আলোচিত কাঠের সেতু উদ্বোধন

অবশেষে ভালুকার সেই আলোচিত কাঠের সেতুটি উদ্বোধন করা হয়েছে। এলাকার যুবকেরা নিজ উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকা খরচ তৈরি করেছেন সেতুটি। সেতু পেয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহের ভালুকা-রাজৈ ইউনিয়নের ১০ গ্রামের মানুষ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভালুকা উপজেলার মোহনা গ্রামের চুল্লার খাল পাড় হারেজ মাস্টারের ঘাটে সেতুটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন রাজৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদ ও ভালুকা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন পাঠান। এ সময় দুই পাড়ের গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন।
মোহনা গ্রামের হুমায়ুন বলেন, ‘আগে সেতু না থাকায় সাঁকো বা কোষা নৌকা দিয়ে নদী পার হতে হতো। নৌকা না পেলে সাঁতার কেটে পার হতে হতো। সেতু পেয়ে আমরা আনন্দিত। এখন নদী পার হতে আমাদের কষ্ট করতে হবে না।‘
আগের কষ্টের কথা উল্লেখ করে এলাকার আনোয়ার বলেন, ‘এখন কাঠের সেতু হওয়াতে আমাদের কষ্ট কমবে। তবে আমরা এখানে একটা আরসিসি সেতু নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানাই।‘
রাজৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহম্মেদ আশ্বাস দেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে এই চুল্লার খালে আরসিসি সেতু নির্মাণ করা হবে।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন