আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামে সব মহলের গভীর শোক

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার সিংহ পুরুষ, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাকলিয়া শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার ভোর ৬ টায় ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ শিক্ষক সমিতি, বিএনপি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর, যুবদল, ছাত্রদল, বিএনপি অঙ্গ সংগঠন, বাকলিয়া শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজ শিক্ষা পরিবার তার মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
বিশেষ করে রাউজান ও রাঙ্গুনিয়ার জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন ও বাংলাদেশ শিক্ষক সমিতি নোমানের মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছে।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন